সেনোরিটা by Krishnendu Mukhopadhyay


সেনোরিটা
Title : সেনোরিটা
Author :
Rating :
ISBN : -
ISBN-10 : 9788183745963
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 111
Publication : First published January 1, 2020

সেনোরিটা Reviews


  • Gourab Mukherjee

    প্রাপ্তমনস্ক? অবশ্যই। তবে থ্রিলার হিসাবে কেমন তা বুঝতে শেষ অব্দি পড়তে হবে। গল্প খুব সাধারণ ভাবেই এগোতে থাকে। Twist and turn যা আসার তা আসে প্রায় ৮০ পৃষ্ঠায় পৌঁছে। 🤗
    গল্পের শেষ অব্দি পড়ে তবে বোঝা যায় গল্পটা কি নিখুঁত হাতে পরতে পরতে সাজানো হয়েছে। সত্যি ভালো।

    গল্পটি নিঃসন্দেহে ভালো। তবে কোন খুন বা বড়সর ঘটনা নেই, তদন্ত নেই। সাইকোলজিক্যাল বটে। কিন্তু থ্রিল পেয়েছি একদম শেষে এসে।
    শেষে থ্রিল এর quality খুব ভালো কিন্তু তার জন্য গোটা বই অপেক্ষা করানো টাকে ক্ষমা করা যায় কিনা এটা একটা প্রশ্ন।
    মোটের ওপর বেশ ভালোই। চার তারা দেওয়াই যায়। তবে কেউ বিরক্ত হয়ে গেলেও অবাক হব না। 😅😅

  • Susmita Basak

    #পাঠ_প্রতিক্রিয়া

    বর্তমান সময়ের জনপ্রিয় লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস পড়লাম 'সেনোরিটা' দিয়ে।

    'অন্বেষণ' নামে এক ওয়েব সিরিজের আউটডোর শুটিং চলছে ঝাড়গ্রামে, যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর চন্দ্রলেখা নিয়োগী। সে বৃষ্টি দেখতে, উপভোগ করতে ভালোবাসে। কারণ বৃষ্টির জলের সাথে হাজারো মন খারাপ ধুয়ে মুছে যায়।

    চন্দ্রলেখার মতো বৈশম্পায়ন'ও বৃষ্টিকে উপভোগ করতে ভালোবাসে। সে একজন সাংবাদিক। 'অন্বেষণ' ওয়েব সিরিজের শুটিং কভার করতে সে ঝাড়গ্রামে এসেছে। বৃষ্টিকে উপভোগ করাকাল��ন সে দেখে এই বৃষ্টিভরা দুর্যোগের রাতে হঠাৎ করে সেখানে হাজির হয় সুপারস্টার অনুরাগ দাশগুপ্ত। অথচ তার ঝাড়গ্রামে কোনো শুটিং শিডিউল নেই। তাহলে অনুরাগ হঠাৎ এভাবে কেন আসলো?

    কাহিনী প্রথম থেকেই এক রহস্য ধরে রেখেছিল, যা শেষ হয়েছে এক টুইস্টের দ্বারা। তবে কেন এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার বলা হচ্ছে তা আগ্রহী পাঠকরা পড়ে দেখুক, কারণ এর বেশি বিষয়বস্তু বললে স্পয়লার হয়ে যাবে।

    সমগ্র উপন্যাস জুড়ে রয়েছে নানান প্রশ্ন, রহস্য, প্রেম, যৌনতা। তবে থ্রিলার বলতে সাধারণত যে খুন-খারাপি থাকে, এই থ্রিলার কিন্তু সেই পথে হাটে না। তবে তারপরও এই বই আকর্ষণীয়, যার ফলে পাঠক পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে একদম শেষ পাতায় পৌঁছে যেতে বাধ্য। এই উপন্যাসে ঝাড়গ্রাম, তার কনকদূর্গা মন্দির, ডুলুং নদীর সৌন্দর্য, শাহরুখ খানের সিনেমার ডায়লগ, ঝুমুর গান সহ জীবনানন্দের কবিতার অংশ প্রাধান্য পেয়েছে।
    "এই জল ভালো লাগে,
    বৃষ্টির রূপালি জল কতো দিন এসে,
    ধুয়েছে আমার দেহ,
    বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে,
    তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কতো খেলিয়াছে... "

    তবে উপন্যাসের অনেকটা জুড়ে রয়েছে প্রেম। এখানে প্রেম এসেছে শ্রাবণের ধারার মতো। প্রেম কোনো গড় বাধা নিয়মে চলে না। এখানেও চলে নি। এই প্রেম অন্যরকম। এর অনুভূতি, এর টান সমস্তটাই আলাদা। তবে এই প্রেম মন খারাপ করায়। এই প্রেম গভীর সমুদ্রের তোলপাড়ের মতো পাঠক মনকেও তোলপাড় করে তোলে।

    সবশেষে এটাই বলবো বইটা আমার বেশ ভালোই লেগেছে। হ্যাঁ যদিও একটা প্রশ্নের উত্তর পাইনি, সেটার একটা হিন্ট থাকলে আরও ভালো হতো। কিন্তু তারপরও বলবো বইটা বেশ ভালোই লেগেছে। সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে আগ্রহী পাঠকরা একবার পড়ে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না। পাঠে থাকুন।

    "তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
    পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
    মানুষ র'বে না আর,
    র'বে শুধু মানুষের স্বপ্ন তখন,
    সেই মুখ আর আমি র'বো সেই স্বপ্নের ভিতরে।"

  • Amir

    #সাহিত্যপ্রেমী
    #পাঠপ্রতিক্রিয়া
    #books_with_amir


    🍁বই - সেনোরিটা
    🍁লেখক - কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
    🍁মুদ্রিত মূল্য - ২০০
    🍁প্রকাশনী - পত্র ভারতী

    🌼শেষ করলাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি প্রাপ্ত মনস্ক সাইকো থ্রিলার । সেনোরিটা।
    সেনোরিটা নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ৯০ এর দশকের খুব জনপ্রিয় একটা সিনেমা "দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে " থেকে নেওয়া একটা নাম।

    🍁এই উপন্যাসের গল্প শুরু হচ্ছে ঝাড়গ্রামের পটভুমিতে। সেখানে একটা রিসোর্টে বাংলা ওয়েব সিরিজের শুটিং চলছিল, সেখানে বাংলা ছবির সুপারষ্টার অনুরাগ গিয়ে হাজির হয়, কিন্তু সেখানে অনুরাগের কোনো শুটিং ছিলো না। অনুরাগের এই হটাৎ আগমন নিয়ে নানা কানঘুসো শুরু হয়। কেও কেও বলছে নায়িকা মহিমার সাথে অনুরাগের কোনো গোপন সম্পর্ক আছে।
    সত্যিই কি তাই?

    অন্য দিকে এই শুটিং এর সব চেয়ে উপেক্ষিত ও অবহেলিত একটা মেয়ে, এসিস্টেন্ট ডিরেক্টর চন্দ্রলেখা নিয়োগীর কাছে অনুরাগের এই আগমন অন্য তাৎপর্য নিয়ে আসে।

    🍁অনুরাগ কেনো আসলো এই রিসোর্ট এ?
    🍁সেনোরিটা চরিত্র টা কে?
    🍁চন্দ্রলেখার মতো সাধারণ মেয়ের সাথে অনুরাগের কি সম্পর্ক?
    🍁মহিমার সাথে সত্যিই কি অনুরাগের কোনো সম্পর্ক আছে?

    এতো গুলো প্রশ্নর রহস্য নিয়েই শুরু হবে উপন্যাসটি, এর পরে আর একটা প্রধান চরিত্রর সাথে পরিচয় হবে পাঠকের একজন সাংবাদিক নাম বৈশ্মম্পায়ন। যে এই গ্রূপের সাথে এসেছে কিছু ��ন্টারভিউ নেবার জন্য। কিন্তু যখন থেকে অনুরাগ এসেছে তখন থেকে সেও পড়ে আছে তাঁর পিছনে কেনো অনুরাগ এসেছে এখানে।

    🍁গোটা উপন্যাস জুড়ে আছে রহস্য, প্রেম যৌনতা সব। আর সব থ্রিলার থেকে এই বইটি একদম আলাদা, কোনো রকম খুন নেই। তাঁর পরেও এমন একটা বই যা একবারেই শেষ করতে ইচ্ছা হয়।
    পুরো উপন্যাসে আছে একটা প্রেমের গল্প, সেই প্রেমের পাত্র পাত্রী কারা সেটা বলা যাবেনা।

    🍁অবশ্যই দুর্দান্ত একটা প্লট নিয়ে লেখা, এটা লেখা হয়েছে মানুষের মনের জটিলতা নিয়ে।
    আর উপন্যাসের শেষের টুইস্ট টা পাঠকের মাথা ঘুরিয়ে দেবে। 🙂

    🍁পুরো উপন্যাসে ছড়িয়ে আছে একজন মানসিক রোগী, তাঁর নাম , কি তাঁর রোগ সেগুলো বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। কারন এটাই এই বইয়ের মূল রহস্য।

    🍁উপন্যাসটা বেশ ছোট, কিন্তু এতো কমের ভিতরেও লেখক প্রতিটা চরিত্রকে বেশ ভালো ভাবেই গড়েছেন।

    🍁সব চেয়ে ভালো লেগেছে এই বইটিতে বিভিন্ন জায়গাতে প্রাসঙ্গিক ভাবে জীবনানন্দ দাস, ঝুমুর গানের ব্যবহার। জীবনানন্দ দাসের কবিতা যে একটা সাইকো থ্রিলারের সাথে এভাবে জড়িয়ে যেতে পারে, এই বইটি না পড়লে বুঝতেই পারতাম না।

    🍁এছাড়া এই বইতে ঝাড়গ্রামের বিশেষ করে চিলকিগড়ের কনকদূর্গা মন্দির, ডুলুং নদীর অপরূপ সৌন্দর্যর বর্ণনা আছে । ঝাড়গ্রামের রাজবাড়ীর ইতিহাসের কথাও আছে।

    🍁বইটি নিয়ে খারাপ লাগা বলতে একটাই বইয়ের শেষে পাঠকের একটা কৌতূহল থেকে গেছে। যদিও এটা খারাপ লাগা নয়, তবে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে জানার একটা অদম্য ইচ্ছা সবারই হবে।

    🍁এছাড়া বইটি ভীষণ সুন্দর, পুরো বইতেই রহস্য ছড়িয়ে আছে, পেজ কোয়ালিটি ভীষণ ভালো। আর যারা গল্পে ভীষণ রকম টুইস্ট খোঁজেন, এই বইটি তাঁদের কেও সাজেস্ট করবো।

    🍁যারা শাহরুখ খানের ফ্যান আছেন🌝 তাঁদের নিঃসন্দেহে বইটি ভালো লাগবে, প্রচুর ডায়লগ আছে, আর আছে শাহরুখ খানের স্টাইলের বর্ণনা।

    এই ধরনের আরও রিভিউ পেতে এবং নিত্য নতুন বই সম্পর্কিত তথ্য পেতে like, follow..করে সাপোর্ট করতে পারেন আমার ফেসবুক পেজ Books With Amir কে❤️। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অতি অবশ্যই সাহিত্যে থাকুন ❤। ধন্যবাদ🙏

  • Subham Mukherjee

    সল্প দৈর্ঘ্যের এক প্রাপ্ত মনষ্ক সাইকো থ্রিলার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এর লেখা ' সেনোরিটা '। লেখক ভালো লিখেছেন, বেশি সময় নষ্ট করেননি, যার দরুন গল্প একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। একদম শেষে গিয়ে পাঠক আসল সত্য জানতে পারেন, সুতরাং বলাই যায় লেখক সাসপেন্স ধরে রাখতে সক্ষম। শেষে যখন পর্দা ওঠে, এবং পাঠক যে সত্য জানতে পারেন, সেই সত্য হয়ত অনেকে অনুমান করতে পারবেন, যারা নিয়মিত সাইকো থ্রিলার পড়েন। তার পরেও বলবো, একবার এই বইটি পড়া যেতেই পারে, ভালোই লাগবে আশা করি।

  • Atonu Saha

    প্রাপ্তমনস্ক পর্যন্ত ঠিক ছিলো, কিন্তু কিভাবে এটা থ্রিলার হলো সেটা এখনো বুঝতে পারলাম না! ঘটনাপ্রবাহ খুবই সাধারণ মানের,চিত্তাকর্ষক নয় কোনোভাবেই! থ্রিল,সাসপেন্স কণামাত্র পাই নি এই বইটি পড়তে গিয়ে। আর সাইকো বলতে একটা রোগ ধরে আনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এটা সাইকো থ্রিলার মানতে পারছি না।শেষের দিকে লেখক টুইস্ট দিতে চেয়েছেন, কিন্তু ব্যাপারটি আমার কাছে নেহাৎ খাপছাড়া লেগেছে! ২ তারকার অধিক রেটিং দিতে পারছি না।

  • Susmita Dey

    First book of this author. Finished this book in one sitting. Like the way he presented the storylines, simple but fascinating.
    Giving four star because, details of the characters are lacking. Though the author wanted to keep it simple and short.
    Overall enjoyed it and the ending is satisfying. "Psychological thriller" justified.

  •   ♡Shrabani Paul♡

    ✨📖উপন্যাসের নাম - সেনোরিটা 📖✨
    ✍️লেখক - কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

    💫📚ঝাড়গ্রামে এক ওয়েব সিরিজ ‘ অন্বেষণ ’ - এর শ্যুটিং লোকেশনে এক বৃষ্টিঝরা দুর্যোগের রাত্রে হঠাৎ কোনও শিডিউল ছাড়াই ভুবনেশ্বর থেকে তড়িঘড়ি হাজির হয় সুপারস্টার অনুরাগ দাশগুপ্ত । অনুরাগ কেন ঝাড়গ্রামে এভাবে এল ? নায়িকা মহিমার টানে , নাকি সেনোরিটার দুর্নিবার যৌন আকর্ষণে ? এর উত্তর কি আছে চন্দ্ৰলেখা নিয়োগীর কাছে ? কী সম্পর্ক অনুরাগের সঙ্গে চন্দ্রলেখার ? জীবনানন্দর কবিতা আর ঝুমুর গান ভালোবাসা সাংবাদিক বৈশম্পায়ন এর উত্তর খুঁজতে ঘটনাক্রমে হাজির হয় কনকদুর্গা মন্দিরের কাছে ডুলুং নদীর উল্টোদিকে এক জঙ্গলে ! সে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি চন্দ্রলেখার ! কে নিঃশব্দে অনুসরণ করে ওদের ? ... সেনোরিটা এক প্রাপ্তমনস্ক সাইকো থ্রিলার ।📚💫

    #bengalinovel #drama #readingbooks #reading #goodread #bookrecommendations #bengalibook #books #booklover #readingchallenge #bengaliromanticnovel #boipoka #bookworm

  • Mehedi Sultan

    এক বসায় শেষ করে ফেল্লাম এই বই, বেশ চমৎকার একটা কাহিনী। শেষের টুইস্টটাও ভালো লেগেছে।
    রেকমেন্ড করার মত বই।

  • Shamik

    খুব সুন্দর শুরু কিন্তু আ বিগ লেট ডাউন!

    'প্রাপ্তমনস্ক সাইকো থ্রিলার'-টার শুধু প্রথমটাই ঠিক, তাও এড়িয়ে যাওয়া যেতো, বাকিটা স্রেফ বিজ্ঞাপনী।

  • Anish Bhowmik

    4.5/10